Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনবিআর-এ কলমবিরতি, ক্যাডারের ২ সংগঠনের নেতাদের পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ০০:১৪

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)- এর কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি কর্মসূচি। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে সারাদেশে এর অধীনস্থ সব প্রতিষ্ঠানে কলমবিরতি পালন হয়েছে। এতে স্বাভাবিক কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। এদিকে, জনগণ ও সার্ভিসের স্বার্থরক্ষায় নির্লিপ্ততার প্রতিবাদে এনবিআরের কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের দুই অ্যাসোসিয়েশনের অনেক নেতা পদত্যাগ করেছেন।

বুধবার (১৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

এদিকে, বুধবার রাতে জুলাই মঞ্চ নামের একটি সংগঠন থেকে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হয়েছে। সাংবাদিকদের পাঠানো এক আমন্ত্রণ পত্রে সংগঠনটি বৃহস্পতিবার দুপুর ১২ টায় এনবিআর ভবনের সামনে অবস্থান নেওয়ার কথা জানায়।

জুলাই মঞ্চ নামের ওই সংগঠন বলছে, ‘ফ্যাসিবাদ উৎখাতের অংশ হিসেবে আগামীকাল জুলাই মঞ্চের উদ্যোগে জাতীয় রাজস্ব বোর্ডের ফ্যাসিস্ট চেয়ারম্যান ও আওয়ামী দোসর আব্দুর রহমান খানের অপসারণ ও বিচারের দাবি এবং জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে পরামর্শক কমিটির প্রস্তাবনা বাস্তবায়নের দাবীতে কর্মসূচি পালিত হবে।’

এদিকে বিষয়টি নজরে আসার পর এনবিআর কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলছে, আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা কোনোদিন কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কোনো ধরনের অবস্থান নিইনি বা বক্তব্য দিইনি। আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারের লক্ষ্যে।

এদিকে দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আজ ১৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দফতরে এবং জাতীয় রাজস্ব বোর্ডে স্বতঃস্ফূর্তভাবে কলম বিরতি পালন করা হয়। এতে সবস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররাও এতে একাত্মতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

অপরদিকে কলমবিরতির কারণে সাময়িক অসুবিধার জন্যে করদাতা ও সেবাপ্রার্থীদের কাছে ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে তাদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ও রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারে সক্রিয় ভূমিকা রাখবে।

এছাড়া, বৃহস্পতিবার ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত একইভাবে এই কলম বিরতি চলবে। আগের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রফতানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতাবহির্ভূত থাকবে।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ, জনগণ ও সার্ভিসের স্বার্থরক্ষায় নির্লিপ্ততার প্রতিবাদে ও অন্যান্য কারণে বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি, মহাসচিব, ট্রেজারারসহ, যুগ্ম-মহাসচিবসহ গুরত্বপূর্ণ সদস্যরা কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন।

বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল পদে থাকা বিভিন্ন কর্মকর্তারাও পর্যায়ক্রমে অ্যাসোসিয়েশনের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

এনবিআর কলমবিরতি টপ নিউজ নেতাদের পদত্যাগ