আওয়ামী লীগ কোম্পানির নতুন শেয়ার হোল্ডার নির্বাচন কমিশন: রিজভী
২৭ জুন ২০১৮ ১৭:৫০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ কোম্পানির নতুন শেয়ার হোল্ডার হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই আওয়ামী লীগের স্বপ্ন বাস্তবায়ন করতে খুলনার মতো গাজীপুর সিটি নির্বাচনে ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে।
বুধবার (২৭ জুন) বিকেলে নয়া পল্টনের বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মিজানের ফাঁস হওয়া ফোনালাপ প্রসঙ্গে রিজভী বলেন, এসব কি বিশ্বাসযোগ্য না কি। এসব মিথ্যে, বানোয়াট। গাজীপুরে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার মেজর (অব.) মিজানের যে ভয়েস রেকর্ডটি ভাইরাল হয়েছে, সেটি সম্পূর্ণ বানোয়াট।
তিনি আরো বলেন, অনেকেই আমাকে ফেসবুক থেকে শুনিয়েছেন সজীব ওয়াজেদ জয়ের কণ্ঠ, তিনি বলছিলেন, আওয়ামী লীগ নাশকতা করেছে। সজীব ওয়াজেদ জয় স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে বলছে আওয়ামী লীগ নাশকতা করেছে। এটা কি পাগলেও বিশ্বাস করবে!
“আমিও বিশ্বাস করিনি। জয়ের একটা কথার সঙ্গে আরেকটা কথা জোড়া লাগিয়ে এসব মিথ্যা ভিডিও বানিয়ে ফেসবুকে ছড়ানো হয়েছে।”
সারাবাংলা/এসও/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook