Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৫ ০৮:৫১ | আপডেট: ১৫ মে ২০২৫ ১১:১৭

ছবি: রয়টার্স

মধ্য মেক্সিকোতে তিন গাড়ির মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) সকালে এক হাইওয়েতে এ ঘটনা ঘটে।

স্থানীয় এক কর্মকর্তার বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, মধ্য মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।

পিউবলার স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল আগুইলার পালা জানিয়েছেন, বুধবার সকালে পিউবলা রাজ্যের কুয়াকনোপালান এবং ওহাকাকার মধ্যবর্তী মহাসড়কে তিনটি যানবাহনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১৮ জন নিহত হন এবং পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।

মেক্সিকান সংবাদমাদ্যম লা জর্নাদার প্রতিবেদনে বলা হয়েছে, সিমেন্ট বোঝাই একটি ট্রাক অন্য যানবাহন ক্রসিং করার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, এরপর আরও একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, সংঘর্ষের পরই ট্রাকটি বিস্ফোরিত হয়ে ধোয়া উড়তে দেখা গেছে।

সারাবাংলা/ইআ

মেক্সিকো সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর