ম্যাচের শেষ বাঁশি বাজতে আর কয়েক সেকেন্ড বাকি। রিয়াল মাদ্রিদ-মায়োর্কার ম্যাচ ১-১ গোলে ড্র হতে যাওয়ায় লা লিগার শিরোপা ঘরে তুলতে যাচ্ছে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে তখন পিনপতন নিস্তব্ধতা। ঠিক সেই সময়েই জাদুকরী এক কামব্যাক করল রিয়াল। ৯৫ মিনিটে ইয়াকোবো রামনের গোলের নাটকীয় এক জয় পেয়েছে রিয়াল। এই জয়ে এখনো বেঁচে থাকল রিয়ালের শিরোপা জয়ের আশা।
সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কাকে হারাতে না পারলেই শিরোপা হাতছাড়া হবে, এমন সমীকরণ মাথায় নিয়েই খেলতে নেমেছিল রিয়াল। ১১ মিনিটের মাথায় স্বাগতিকদের চমকে দিয়ে লিড নেয় মায়োর্কা। মার্টিন ভ্যালিয়েন্টের গোলে এগিয়ে যায় মায়োর্কা। এই নিয়ে এবারের মৌসুমে সব টুর্নামেন্টে মিলিতে ৭৬টি গোল হজম করল রিয়াল। রিয়ালের ইতিহাসে এটাই যৌথভাবে সর্বোচ্চ। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে ৭৬টি গোল হজম করেছিলেন তারা।
প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় মায়োর্কা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল। ৬৮ মিনিটে ম্যাচে সমতা ফেরান কিলিয়ান এমবাপে।
ম্যাচে এগিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারছিলেন না রিয়াল ফরোয়ার্ডরা। ম্যাচ তাই এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে। আর এতেই ফিকে হয়ে যাচ্ছিল রিয়ালের শিরোপার আশা।
তবে রিয়ালের সেই আশা বাঁচিয়ে রাখলেন রামন। ম্যাচের অন্তিম মুহূর্তে তার দারুণ এক গোলেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেছে রিয়াল। এই জয়ে ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৭৮। এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। আজ রাতে এস্পানিওলের বিপক্ষে নিজেদের ম্যাচে জয় পেলেই শিরোপা জয়ের উল্লাসে মাতবে কাতালানরা।