Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী নেতা পরিচয়ে চাঁদা নিতে গিয়ে আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১০:৩৯ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৫:১৪

চাঁদাবাজির অভিযোগে আটক যুবকেরা।

খুলনা: খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আট যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাঁদাবাজিতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির যুগ্ম সম্পাদক পরিচয় দেওয়া রায়হান। তিনি নগরীর দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা। রায়হান এবং আরও ৯ যুবকসহ রাত সাড়ে ৯টার দিকে বাস্তুহারা কলোনির ২ নম্বর সড়কের বাসিন্দা বাপ্পির বাড়িতে যান। তারা বাপ্পিকে পতিত সরকারের দোসর আখ্যায়িত করে তার কাছে তিন লাখ টাকা দাবি করেন। সেই সঙ্গে টাকা না দিলে তাঁকে পুলিশে হস্তান্তর করা হবে বলে হুমকি দেন।

এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে ওই যুবকদের ধাওয়া দেয়। এ সময় দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে রায়হানসহ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় রায়হান নিজেকে নগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক পরিচয় দিলেও সেখানে সংগঠনের নেতাদের ডেকে আনা হলে তারা তাঁকে চেনেন না বলে উপস্থিত জনগণকে জানান।

খালিশপুর থানার এসআই সোবহান জানান, রাতে বাস্তুহারা কলোনির একটি বাড়িতে গন্ডগোল হয়েছে জানতে পেরে তিনি সেখানে যান। সেখানে গিয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটজনকে থানায় নিয়ে আসেন। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগী মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

খুলনা চাঁদাবাজির অভিযোগ বৈছাআ

বিজ্ঞাপন

জবি শাটডাউন ঘোষণা
১৫ মে ২০২৫ ১৫:১৩

আরো

সম্পর্কিত খবর