অনেক নাটকের পর ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছেন তিনি। এই মাসের শেষভাগেই সেলেসাওদের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। আনচেলত্তির আগমনে ব্রাজিল সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেলেও ব্যাপারটা ভালো চোখে দেখছেন না দেশটির প্রেসিডেন্ট। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলছেন, কোনোভাবেই আনচেলত্তির মতো বিদেশি কোচ নিয়োগ দেওয়া উচিত হয়নি।
প্রথাগতভাবে জাতীয় দলের জন্য দেশি কোচকেই প্রাধান্য দেয় ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের শত বছরের ইতিহাসে কখনোই বিদেশি কোচ নিয়োগ দেওয়ার রেকর্ড নেই সেলেসাওদের। সেই প্রথা ভেঙে এবার জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।
ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভা বলছেন, বিদেশি কোচকে জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চান না তিনি, ‘সত্যি বলছে একজন বিদেশি ব্রাজিল দলকে নেতৃত্ব দিচ্ছে, আমি এটার বিপক্ষে নই। কিন্তু ব্রাজিলে তো অনেক ভালো কোচ আছেন যারা এই দায়িত্ব নিতে পারেন। আনচেলত্তি কখনোই ইতালি দলকে কোচিং করাননি। ২০২২ সালে ইতালি তো বিশ্বকাপই খেলতে পারেনি। তাহলে তিনি ইতালির সমস্যার সমাধান করেননি কেন?’
আনচেলত্তিকে কোচ হিসেবে পছন্দ না হলেও তার সামর্থ্য নিয়ে অবশ্য সন্দেহ নেই সিলভার, ‘তিনি অসাধারণ একজন কোচ। বড় মাপের ফুটবলার ছিলেন। আমাদের সময়টা খারাপ যাচ্ছে। আমাদের আগের মতো মেধাবী ফুটবলার নেই। আশা করি আনচেলত্তি আমাদের দলকে সাহায্য করতে পারবে।’
আগামী ২৫ মে রিয়ালের দায়িত্ব ছাড়বেন আনচেলত্তি। এরপর মে মাসের শেষ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নেবেন তিনি।