Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১১:৪৯ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৫:১৪

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন।

বুধবার দিবাগত রাত ১টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনা জেলার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

আহতরা হলেন- বিজিবি সদস্য হাবিলদার মো : জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার দিকে রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪ এলাকার কাউনিয়ারচর-খেতারচর সীমান্তে টহল দিচ্ছিল একদল বিজিবির সদস্যরা। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে একজন আনসার ও চার জন বিজিবির সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হয়। এ সময় রিয়াদ হোসেন নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়।

রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান জানান, সীমান্তে টহল দেওয়ার সময় বজ্রপাতের শিকার হয়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় আহত চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

সারাবাংলা/ইআ

কুড়িগ্রাম বজ্রপাতে মৃত্যু বিজিবি সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর