Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংশোধিত বাজেটে জিডিপি’র আকার বাড়ছে ৪৮ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৪:৪১ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৪:৪৪

ঢাকা: চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর আকার বাড়ছে। চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের মূল বাজেটে জিডিপি’র আকার ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছিল। সংশোধিত বাজেটে এটি বাড়িয়ে ৫৬ লাখ ৪৫ হাজার ২৩৮ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে জিডিপি’র আকার বাড়ছে ৪৭ হাজার ৮২৪ কোটি টাকা।

সম্প্রতি জিডিপি’র এ হিসাব প্রাক্কলন করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

বিজ্ঞাপন

অর্থ বিভাগ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের জিডিপি’র আকার সংশোধনের পাশাপাশি আগামী তিনটি অর্থবছরের জিডিপি’র একটি প্রাথমিক হিসাবও প্রক্ষেপণ করা হয়েছে। প্রক্ষেপণ অনুযায়ী, আগামী ২০২৫-২০২৬ অর্থবছর শেষে জিডিপি’র আকার দাঁড়াবে চলতি হিসেবে ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা। এর পরের অর্থবছরে (২০২৬-২৭) জিডিপি’র আকার হবে চলতি হিসেবে ৬৯ লাখ ১৭ হাজার ১৯০ কোটি টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে জিডিপি’র আকার প্রক্ষেপণ করা হয়েছে ৭৬ লাখ ৭৬ হাজার ১২০ কোটি টাকা।

অর্থ বিভাগ সূত্র মতে, মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর আওতায় তৈরিকৃত প্রক্ষেপণকে অধিকতর নির্ভরযোগ্য করার জন্য অর্থ বিভাগ নিজেদের মডেলের সঙ্গে বিশ্বব্যাংকের ‘ম্যাক্রো ফিসক্যাল ফ্রেমওয়ার্ক মডেল’ (এমএফএমওডি) ব্যবহার করে জিডিপি’র পূর্বাভাস প্রণয়নের কাজ শুরু করেছে। বর্তমানে অর্থ বিভাগের ব্যবহৃত মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামো আইএমএফ-এর মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে। অন্যদিকে এমএফএমওডি পূর্বাভাস তৈরি করতে বেশ কিছু আচরণগত সমীকরণ ব্যবহার করে ফলাফল প্রস্তুত করা হয়। সামষ্টিক অর্থনৈতিক নীতি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিকভাবে ভবিষ্যতের পূর্বাভাস প্রদানের লক্ষ্যে অর্থ বিভাগ এখন থেকে এমএফএমওডি ব্যবহার শুরু করেছে।

বিজ্ঞাপন

এদিকে, গত ডিসেম্বরে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৫.২৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। চলমান আর্থিক সংকট, ব্যবসায় স্থবিরতা এবং সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে এই সংশোধন করা হয় বলে জানা যায়। তবে সম্প্রতি চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আরও খানিকটা সংশোধন করে তা ৫ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তবে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হার ৪ শতাংশেরও কম হবে বলে পূর্বাভাস দিয়েছে একাধিক আন্তর্জাতিক দাতাসংস্থা। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মতে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৩.৮ শতাংশ। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর হিসাবে ৩.৯ শতাংশ এবং বিশ্বব্যাংকের মতে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৩.৩ শতাংশ হতে পারে।

সারাবাংলা/আরএস

জিডিপি’র আকার ও প্রবৃদ্ধির হার সংশোধিত বাজেট ২০২৪-২৫