Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৬:০২ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৮:১৭

সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দার গ্রেফতার

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলিতে এক আন্দোলনকারী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেফতার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি বলেন, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ঢাকা দক্ষিণ বিভাগের একটি দল আজ ১৫ মে ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় তদন্তপ্রাপ্ত আসামি এস এম কামাল হায়দারকে গ্রেফতার করেছে। তিনি সাবেক মেয়র ফজলে নুর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত।

জসীম উদ্দিন বলেন, গত ৪ আগস্ট ধানমন্ডি ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের একটি ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করা হয়, যার তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এস এম কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। অভিযুক্তের দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সিআইডি তাকে গ্রেফতার করে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই মামলায় অন্যান্য আসামীদের সাক্ষ্য প্রমাণ পাওয়ার সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমপি

গ্রেফতার সাবেক মেয়র তাপস