Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদুল আজহা উপলক্ষ্যে বাসের টিকিট বিক্রি শুরু ১৬ মে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৬:১৩ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৮:১৬

বাস টার্মিনাল। ছবি: সংগৃহীত

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার (১৬ মে) থেকে শুরু হচ্ছে। এদিন টিকিট ক্রয় করে ভ্রমন করা যাবে ২৯ মে।

এর আগে বুধবার (১৪ মে) বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বৈঠক করে এ তথ্য জানায়। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে জানান, ট্রেনের মতো এবার বাস মালিকরাও অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার (১৬ মে) থেকে যাত্রীরা একসঙ্গে অনলাইন ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞাপন

জানা যায়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যে ভাড়া নির্ধারন করে দিয়েছে সে অনুযায়ীই যাত্রীরা ভাড়া পরিশোধ করে টিকিট সংগ্রহ করতে পারবেন।

সারাবাংলা/জেআর/এনজে

ঈদুল আজহা বাসের টিকিট বিক্রি শুরু