ঢাকা: এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাহ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী দলকে থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।’
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক অডিও কথাপোকথনে শোনা যায়, ফতুল্লার এক ব্যবাসায়ীকে হুমকি দিচ্ছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী। তাকে না জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলায় ওই ব্যবসায়ীকে শাসাচ্ছেন রিয়াদ। ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তিনি।