Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় প্রধান শিক্ষককে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৬:২৬

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় স্কুলশিক্ষক দিলীপ কুমার সরকারকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ মে) সকালে মহানগরীর তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক দিলীপ কুমার তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে হেঁটে স্কুলের উদ্দেশ্যে যাত্রা করেন। বাড়ি থেকে কিছু দূরে যাওয়া মাত্র একটি মোটরসাইকেলে দু’জন ব্যক্তি এসে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময়ে একটি গুলি তার বাম পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়। আহত শিক্ষককে স্থানীয়রা ‍উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সন্ত্রাসীরা তার নিকট চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় ও জমি নিয়ে বিরোধর জের ধরে দুর্বৃত্তরা গুলি করে।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

সারাবাংলা/এসআর

খুলনা প্রধান শিক্ষককে গুলি হত্যাচেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর