ঢাকা: রাজধানীর কলাবাগান এলাকা থেকে ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ রকি এলেক্স কাল্লু (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কতিপয় মাদক কারবারি কলাবাগান থানাধীন ১৫৩/১ ফ্রি স্কুল স্ট্রীট, মোজাম্মেল সাহেবের বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে- এমন খবর পায় কলাবাগান থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার রকি এলেক্স কাল্লুকে ফ্ল্যাটের ভিতরে রেখে বাহির থেকে তালা লাগিয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে সাক্ষী ও বাড়ির মালিকের উপস্থিতিতে তালা ভেঙে ভোর ৫টা ১০ মিনিটের দিকে রকি এলেক্স কাল্লুকে গ্রেফতার করা হয়। এরপর ফ্ল্যাট তল্লাশি করে কাল্লুর দেখানো মতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
তালেবুর রহমান বলেন, এ ঘটনায় কলাবাগান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতার কাল্লু পেশাদার মাদক কারবারি। সে তার পালিয়ে যাওয়া সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ গাঁজা সংগ্রহ ও বিক্রয় করে আসছে। গ্রেফতারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সেই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।