Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজারভিত্তিক বিনিময় হার: ২য় দিনে ডলারের দর ১২২ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৭:১৫

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনে (১৫ মে) ১২২ টাকা দরে ডলার কেনাবেচার সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ ব্যাংক।

বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি প্রধানরা এক অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান।

তবে এ বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে লাভ-ক্ষতির বিষয়টি তেমনভাবে বিবেচনা করা হয়নি বলে কারো কারো অভিমত।

সূত্র মতে, অধিকাংশ ব্যংক একই দরে কেনাবেচা করায় আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ডলারের দাম স্থিতিশীল রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ডলারের বিনিময় হার ১২২ টাকা থেকে ১২২.৫০ টাকার মধ্যে উঠা-নামা করছে।

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, ঈদকে ঘিরে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর কাছে ডলারের পর্যাপ্ত তারল্য রয়েছে। ফলে ডলার সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কোনো অনিয়ম লক্ষ্য করা যায়নি।

তবে বিনিময় হারের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো মৌখিক নির্দেশনা না থাকায় দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ১২২.৫০ টাকা দরে রেমিট্যান্স কিনেছে বলে জানা যায়।

প্রসঙ্গত আইএমএফ’র ঋণের কিস্তি পাওয়ার অন্যতম শর্ত পূরণে বুধবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে বাজারভিত্তিক বিনিময় হার চালুর ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক ।
তবে বিনিময় হারের একটি অঘোষিত সীমা থাকবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ডলার কেনাবেচার মাধ্যমে বৈদেশিক মুদ্রাবাজারে অব্যাহত রাখবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলারের মাধ্যমে ঘোষণা দিয়েছিল, বৈদেশিক মুদ্রার কেনাবেচার দামের ব্যবধান সর্বোচ্চ ১ টাকা হতে পারবে। তবে পুরোপুরি বাজারভিত্তিক বিনিময় হার চালু করার লক্ষ্যে মঙ্গলবার (১৩ মে) জারি করা নতুন নির্দেশনার মাধ্যমে এ বিধান বাতিল করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

ডলার বিনিময় হার