Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালুরঘাটে আনন্দ মিছিল, প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৭:১৬ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৮:১৬

প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কালুরঘাটে সড়কসহ রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করায় আনন্দ মিছিল করেছে ‘বোয়ালখালী নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন। তারা প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে বিদ্যমান শতবর্ষী কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্ত থেকে মিছিল শুরু হয়ে পূর্ব প্রান্তে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিল শেষে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈমের সভাপতিত্বে ও সাংবাদিক মোহাম্মদ আলীর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ জাকির হোসাইন, মনজুর মোর্শেদ, প্রকৌশলী মো. ইকবাল, শহিদুল্লাহ চৌধুরী, এস এম সেলিম, মোহাম্মদ রফিক, হাজী আবু আকতার, আ ন ম ইলিয়াস, নুরুল আবছার, ফায়াজ মেহের, ইব্রাহিম তালুকদার, গোলাম হোসেন নান্নু ও ইব্রাহিম চৌধুরী মানিক।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

সভায় মুস্তফা নঈম বলেন, ‘একটি সেতুর জন্য বছরের পর বছর, যুগের পর যুগ আমরা অপেক্ষায় ছিলাম। বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ ২০১৩ সাল থেকে নতুন সেতুর দলমত নির্বিশেষে একটি প্লাটফর্মে এনে এ জনদাবিকে জোরালো করে। সেই বহুল প্রত্যাশিত কালুরঘাট রেল ও সড়ক সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। একইসঙ্গে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এর আগে, বুধবার (১৪ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম সফরে এসে কালুরঘাট রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সারাবাংলা/আরডি/এইচআই

আনন্দ মিছিল কালুরঘাট প্রধান উপদেষ্টা রেলসেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর