Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১৫ মে ২০২৫ ১৭:৩৫

অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন।

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমনবিষয়ক মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশন প্রধান নজরুল ইসলাম, সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট প্রধান শেখ সাইদুল হাসান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. এনামুল হক ও স্টেশন অফিসার মো. শহিদুল ইসলামসহ ব্যাংক এবং ফায়ার সার্ভিসের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা উন্নয়ন করার লক্ষ্যে এ মহড়াটি অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এইচআই

অগ্নি নির্বাপণ ইসলামী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর