ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) মিলনায়তনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসমসয় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়রস যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরার, শ্রমিক নেতা আলহাজ্ব দুলাল, ছাত্রনেতা হোসাইন ইবনে সরোয়ার প্রমুখ।
ক্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর এম শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মাদ আলমগীর কবীর, প্রজেক্ট অফিসার ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান গোলাম কিবরিয়া ও কাজল রশিদ শাহিন।
দেশের বিদ্যুত খাতে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের চিত্র তুলে ধরেন ক্যাব নেতারা। অন্যদিকে আওয়ামী আমলের অনিয়ম এবং ভুল পলিসি থেকে বর্তমান সরকার বের হতে পারেনি বলে উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের নেতারা।