গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন— কামালেরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৪), সাহেব আলীর ছেলে আফজাল হোসেন (৬০) ও একরামুল হকের ছেলে মোশাররফ হোসেন (২৫)। এদের মধ্যে আফজাল হোসেন ও মিলন মিয়া চাচা-ভাতিজা। মোশাররফ হোসেন তাদের প্রতিবেশী।
স্থানীয়রা জানান, সকালে মিলন মিয়া তার ঘরের চালে উঠে গাছের পাতা পরিষ্কার করছিলেন। একপর্যায়ে তিনি পাশের আরেকটি ঘরের টিনের চালে পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে চাচা আফজাল হোসেন ও প্রতিবেশী মোশাররফ হোসেন এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।