Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৮:২৫ | আপডেট: ১৫ মে ২০২৫ ২০:০৭

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির দম্পতি। ছবি: সংগৃহীত

ঢাকা: স্ত্রী ফাহিমা খাতুনসহ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন উবায়দুল মোকতাদির। তার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। বিভিন্ন মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তবে জামিনে বেরিয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এ ছাড়া তার স্ত্রী ফাহিমা খাতুন যেকোনো সময় দেশের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আরও বলা হয়, অভিযুক্তরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমন আটকাতে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

এর আগে, ৩১ অক্টোবর উবায়দুল মোকতাদিরকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

সারাবাংলা/আরএম/এইচআই

উবায়দুল মোকতাদির দুদক দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর