Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজস্ব অধ্যাদেশ বাতিলসহ ৩ দাবি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ১৫ মে ২০২৫ ২০:০৭

এনবিআর ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন।

ঢাকা: এনবিআর বিলুপ্ত করে জারি করা রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল ও পরামর্শক কমিটির প্রতিবেদন জনস্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এছাড়াও অংশীজনদের সঙ্গে আলোচনা করে রাজস্ব ব্যবস্থার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এই ৩ দাবি জানানো হয়। নিজেদের দাবি আদায়ে এনবিআরের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে এই ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। এই সংগঠনের ব্যানারেই দাবি আদায়ে ৩ দিনের কলম বিরতি পালন করছেন এনবিআরের সর্বস্তরের কর্মকর্তারা। এতে স্থবির হয়ে পড়েছে এনবিআরর কার্যক্রম। বিভিন্ন ভ্যাট ও ট্যাক্স অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ মে) সংগঠনটির ব্যানারে এনবিআরের তিন কর্মকর্তা ব্রিফিং করেন। এদিন উপ কর কমিশনার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত কমিশনার সিফাত ই মরিয়ম ও ডেপুটি কমিশনার (কাস্টমস) নিনুপ চাকমা ব্রিফিংয়ে উপস্থিতি ছিলেন। লিখিত বক্তব্য পাঠের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এনবিআরের এই কর্মকর্তারা।

তারা বলেন, আমরা এনবিআরর সংস্কারের বিপক্ষে না। তবে রাতের আধারে পরামর্শক কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ না করে তা পরিবর্তন করে অধ্যাদেশ করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবারও (১৭ মে) কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যে যদি দাবি আদায় না হয় তবে সেদিন আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটির ৩ দাবি হচ্ছে- প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা। জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা। পরামর্শক কমিটির প্রতিবেদন এবং অর্থনৈতিক অবস্থা বিষয়ক শ্বেতপত্র আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সকল অংশীজনদের মতামত নিয়ে সমন্বিত, অংশগ্রহণমূলক ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার করা।

বিজ্ঞাপন

এদিকে, বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান প্রেস ব্রিফিং ডাকলেও তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন নি। এনবিআরের জনসংযোগ শাখা থেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও পরে ব্রিফিং না করার কোন কারণ ব্যাখ্যা করা হয়নি। এর আগে, দুপুর একটার দিকে ‘ফ্যাসিবাদ বিরোধী জনতা’ নামের একটি সংগঠনের ব্যানারে ‘আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী আমলা ও রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা গণহত্যাকারীদের অপসারণ, গ্রেফতার ও বিচার দাবিতে’ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সেখানে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি করা হয়। আগামী ৭ দিনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

তবে সংগঠনের ব্যানারে এনবিআর চেয়ারম্যানের অপসরণ দাবি করায় এর বিরুদ্ধে অবস্থান নিতে জুলাই আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া ইসমাইল সম্রাট তার দলবল নিয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিনকে সম্রাটের সঙ্গে দেখা যায়। সংশ্লিষ্টদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি করে ‘ফ্যাসিবাদ বিরোধী জনতা’ বিক্ষোভ করায় চেয়ারম্যানের পক্ষে সম্রাটকে আনা হয়ে থাকতে পারে।

এদিকে, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা দ্বিতীয়দিনের মতো কলমবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর‍্যযন্ত এনবিআরের অধীনস্থ সকল প্রতিষ্ঠানে স্বত:স্ফুর্তভাবে কলমবিরতি পালন হয়। দাবি আদায়ে শনিবারও (১৭ মে) প্রতিষ্ঠানটিতে কর্মবিরতি পালন হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, রফতানি কার্যক্রম ও বাজেট কার্যক্রম এই কলমবিরতির আওতার বাইরে রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এনজে

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর