Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁওয়ে শিশু রোজা মনির মৃত্যুর তদন্ত ও ন্যায় বিচার দাবি ড্যাবের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৯:১৪ | আপডেট: ১৫ মে ২০২৫ ২২:২০

জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ড্যাবের সংবাদ সম্মেলন।

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে সম্প্রতি রোজা মনি নামে পাঁচ বছর বয়সী একজন শিশু নিখোঁজ হওয়ার পর তার মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়ে অবিলম্বে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চেয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ড্যাবের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ ড্যাবের ডা. নিয়াজ শহীদ রানা, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মো. সাইদুর রহমান, ডা. ফারহান তানভীর, ডা. কায়সার ইয়ামিন ইশাত, ডা. গালিব হাসান, ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, ‘সোমবার (১২ মে) সকালে রাজধানীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু রোজা মনি। তার স্বজন ও প্রতিবেশীরা এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিংও করেন। কিন্তু তার সন্ধান মেলেনি। তবে, পরেরদিন মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টার দিকে রাজধানীর বিজয় সরণি ফ্লাইওভারের নিচে বস্তার ভেতরে মেলে রোজা মনির নিথর দেহ। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। এটি অত্যন্ত দু:খজনক এবং অমানবিক ঘটনা। এ ধরনের ঘটনায় আমরা ড্যাব ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, ‘দেশ আজ যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশে মানবতার কোনো জায়গা নেই। আমরা মানবিক রাষ্ট্র চাই। মৃত্যু হলেও সরকারের দায় আছে। সরকার যাতে মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করে। এ রকম অমানবিক ঘটনা আমরা আর দেখতে চাই না, শুনতে ও জানতে চাই না। শুধু এটুকুই বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে যে ৩১ দফা রুপরেখা ঘোষণা দিয়েছেন। সেখানে স্বাস্থ্যখাতের বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে। আমরা যদি সেই আলোকে একটি স্বাস্থ্য নীতি প্রণয়ন করতে পারি ও স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে পারি। তাহলে এ ধরনের অরাজকতা ও অমানবিকতা থাকবে না। আমরা একটি মানবিক স্বাস্থ্য নীতি ও স্বাস্থ্য ব্যবস্থা চাই। যেখানে আমরা চিকিৎসার অধিকার ও নিশ্চয়তা পাব।’

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ ড্যাবের সভাপতি ডা. মো. মুজিবুর রহমান বলেন, ‘পাঁচ বছরের শিশু রোজা মনি দিনে দুপুরে নিখোঁজ হয়ে গেলো আবার তার মৃতদেহ তেজগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হল, এটি যেন যেমন খুশি তেমন সাজোর দেশ। কারও কোনো জবাবদিহিতা নেই। শিশুটির লাশ ময়নাতদন্তের পর মর্গ থেকে সিএনজি অটোরিকশায় করে কাপড় মুড়ি দিয়ে বাড়ি নিয়ে গেছেন স্বজনরা। তারা জানিয়েছেন যে, হতদরিদ্র পরিবার হওয়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য তাদের ছিল না। তাই এক আত্মীয়ের অটোরিকশায় লাশ তেজকুনি পাড়ায় নিয়ে যাওয়া হয়। নিহত শিশু রোজা মনির দুলাভাই মোবারক বলেছেন, তার শ্বশুর বিদেশে থাকেন। তার পাঁচ মেয়ে ও দুই ছেলের মধ্যে রোজা মনি ষষ্ঠ। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়। কয়েক মাস আগে ঢাকায় আসে পরিবারটি।’

সারাবাংলা/এজেড/এনজে

ড্যাব ন্যায় বিচার রোজা মনির মৃত্যু