Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ১২ ব্যাংকের সঙ্গে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৯:৪০

ঢাকা: সর্বজনীন পেনশন স্কিমসমূহে রেজিস্ট্রেশন ও চাঁদার টাকা সংগ্রহের লক্ষ্যে দেশের আরও ১২টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ মে) সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই করা হয়।

উল্লেখ্য, ইতোপূর্বে ১২টি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক সই করেছে পেনশন কর্তৃপক্ষ। নতুন ১২টিসহ এ নিয়ে মোট ২৪টি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হলো। পর্যায়ক্রমে সকল দেশীয় মালিকানাধীন ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় পেনশন কর্তপক্ষ এর সঙ্গে সমঝোতা স্মারক সইকারী ১২টি ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তারা । অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

যেসব ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে সেগুলো হচ্ছে- এবি ব্যাংক পিএলসি, আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মধুমতি ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসি।

সমঝোতা স্মারকে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর পক্ষে সংস্থার নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান এবং সমঝোতা স্মারক সইকারী ব্যাংকগুলোর পক্ষে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত থেকে সই করেন। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

১২ ব্যাংকের সঙ্গে চুক্তি জাতীয় পেনশন কর্তৃপক্ষ