Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোমতী নদীর বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৯:৩২

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর পাড়ে বেড়িবাঁধ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। এ সময় ১৮টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সারাদেশের ৬৪ জেলার নদ-নদী খাল-বিল ও ছড়াসহ অন্যান্য সরকারি জলাশয় এবং তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার প্রেক্ষিতে মুরাদনগর উপজেলার গোমতী নদীর পাড়ের ১৮টি অবৈধ স্থাপনায় উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।

এ বিষয়ে তিনি বলেন, একাধিক বার অবৈধ দখলদারদের নোটিশ করা হলেও তারা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি। তাই এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসআর

অবৈধ স্থাপনা উচ্ছেদ কুমিল্লা গোমতী নদী বাঁধের অবৈধ স্থাপনা