Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা আয়োজনে ১৭ মে পালিত হবে টেলিযোগাযোগ দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৯:৪১ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৯:৪৭

বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাকা: ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৭ মে দেশে পালিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। দিবসটি উপলক্ষ্যে সভা সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া বিটিআরসি প্রাঙ্গণে মেলা, ডাক টিকেট অবমুক্তকরণ ও হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বিটিআরসি চেয়ারম্যান অব. মেজর জেনারেল এমদাদ উল বারী। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জহিরুল ইসলাম।

আয়োজকরা জানান, দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হবে বিটিআরসি কার্যালয়ে। পরবর্তীতে টেলিযোগাযোগ খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন-সরকার, রেগুলেটর, উদ্যোক্তা, একাডেমিয়া এবং বিশেষজ্ঞ-এর সমন্বয়ে সেমিনার আয়োজন করা হবে। দিবস উপলক্ষ্যে ডাক অধিদফতর এর আয়োজনে প্রধান উপদেষ্টা ডাক টিকিট অবমুক্ত করবেন। এছাড়া, টেলিযোগাযোগ খাতের উদ্যোক্তা ও লাইসেন্সিদের সমন্বয়ে বিটিআরসির প্রাঙ্গনে মেলা অনুষ্ঠিত হবে। মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি এর মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে হ্যাকাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রতি টিমে ৪ জন করে মোট ৩৫টি টিম আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য ফাইনালে অংশ গ্রহণ করবে।

বিজ্ঞাপন

আয়োজকরা আরও জানান, টেলিযোগাযোগ খাতে দেশ ও বিদেশে বিশেষ অবদানের জন্য যোগ্য ব্যক্তি ও দলকে সম্মাননা দেওয়া হবে। এছাড়া, জুলাই আন্দোলনে আহত বীরদের বিশেষ ডিভাইস সরবরাহ করা হবে।

বাংলাদেশ সচিবালয় (ভিতর ও বাহিরে), প্রেসক্লাব, প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়, বিজয় সরণি থেকে সামরিক যাদুঘর ও আগারগাঁও (বিটিআরসি কার্যালয় এর প্রবেশ পথ) পরিবেশ বান্ধব ব্যানার এর মাধ্যমে সজ্জিত করা হবে। দিবসের প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন টেলিভিশনে টকশো আয়োজন, জাতীয় দৈনিক ও অনলাইনসমূহে ক্রোড়পত্র প্রকাশ এবং বিসিএস (টেলিকম) সমিতি কর্তৃক স্মরণিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন- ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটদের বিরুদ্ধে কঠোর হবে সরকার

আয়োজকরা বলছেন, আজকের রূপান্তরশীল বিশ্বে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি কেবল অবকাঠামোগত উন্নয়নের প্রতীক নয়-এটি সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং মানবিক উন্নয়নের এক শক্তিশালী মাধ্যম। অথচ আজও বিশ্বে প্রায় ২.৬ বিলিয়ন মানুষ ইন্টারনেটে বঞ্চিত, যাদের একটি বড় অংশ নারী ও কিশোরী। ডিজিটাল পরিমণ্ডলে তাদের অনুপস্থিতি মানে শুধুই প্রযুক্তি থেকে বঞ্চিত হওয়া নয় বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং নেতৃত্বের চাকা থেকে পিছিয়ে পড়া।

একটি সমীক্ষায় দেখা গেছে, বিশ্বব্যাপী ৭০ ভাগ পুরুষ ইন্টারনেট ব্যবহার করলেও নারীদের মধ্যে এই হার মাত্র ৬৫ ভাগ, যার ফলে অনলাইনে সক্রিয় পুরুষের সংখ্যা নারীদের তুলনায় প্রায় ১৮৯ মিলিয়ন বেশি। অনেক উন্নত দেশে পুরুষ-নারীর মাঝে ডিজিটাল বৈষম্য কমে গেলেও স্বল্পোন্নত দেশগুলিতে (এলডিসি) এটি আরও বিস্তৃত হয়েছে, যেখানে ৪১ ভাগ পুরুষের তুলনায় মাত্র ২৯ ভাগ নারী ইন্টারনেট ব্যবহার করেন। নিম্ন আয়ের দেশগুলিতে মাত্র ২১ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন, বিপরীতে উচ্চ আয়ের দেশগুলিতে এই হার বেড়ে দাঁড়ায় ৯৩ শতাংশে-যা বৈশ্বিক ডিজিটাল বৈষম্যের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।

অনুষ্ঠানে ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বিভিন্ন পক্ষের সাথে আমাদের কথা হচ্ছে। অনেকেই পার্টিসিপেট করেছেন। যারা এখনো পার্টিসিপেট করেননি তাদের পার্টিসিপেট করানো উচিত। যদি তারা কো-অপারেট না করে, তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক আলোচনাগুলো রয়েছে, তা আলোচনার টেবিলে আনা হবে। সেখানে আনসেটেল ডিউ (অমিমাংসিত বকেয়া পাওনা) আছে, সেই আলোচনাগুলো আলোচনার টেবিলে চলে আসবে। কঠোরভাবে কেপিআই পরিপালনের বিষয়টিও আলোচনার টেবিলে আসবে।’

তিনি বলেন, নতুন টেলিকম আইন দ্রুত সময়ে চূড়ান্ত হতে পারে। ব্রন্ডব্যান্ড ও এনটিটিএন এর দাম আগামী জুলাই থেকে কমতে পারে। তিনি আরও বলেন, ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমানোর পথে বুক বিল্ডিং বাধা দূর করা হবে। আর দাম না কমালে সেবার মান, বকেয়ানপাওনা ও প্রদত্ত সুবিধা নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি পূর্ণর্বিবেচনা করা হবে। স্যাটেলাইট কোম্পানিতে নতুন ডিটিএইচ লাইসেন্স দেওয়ার চিন্তা রয়েছে।

সরকার কিংবা বিটিআরসির অগ্রাধিকার ইন্টারনেটের দাম কমানো বলে উল্লেখ করেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। তিনি বলেন, ‘ইন্টারনেটের দাম রাতারাতি কমানো সম্ভব না।…এটা একটা এজেন্সির ওপর নির্ভর না, এটা পুরো ইন্ডাস্ট্রির ওপর নির্ভর করে।’

বুধবার (১৪ মে) গ্রামীণফোনের ফোর-জি সেবা অন্তত ৪০ মিনিট বিঘ্নের বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান বলেন, তারা অফিশিয়ালি অপারেটরটির কাছে ব্যাখ্যা চেয়েছেন। অপারেটরটি একটি কারিগরি অনুসন্ধান করছে বলে জানিয়েছে। সেটা শেষ হলে তারা এ বিষয়ে বলতে পারবেন।

সারাবাংলা/ইএইচটি/এনজে

টেলিযোগাযোগ দিবস পালন বিটিআরসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর