Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৯:৪১

অবস্থান কর্মসূচি

নেত্রকোনা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা শাহরিয়ার রহমান সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের দিকে নেত্রকোনা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি তৌফিক খান মিল্কি, সাখাওয়াত হোসেন হাইয়ুল ও শামসুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন, সদস্য সচিব কালাম তালুকদার ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকিম বিল্লাহ প্রমুখ।

বক্তারা সাম্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সারাদেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা বন্ধের আহ্বান জানান।

সারাবাংলা/এসআর

অবস্থান কর্মসূচি ছাত্রদলের প্রতিবাদ নেত্রকোনা সাম্য হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর