Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি হারুনের শ্বশুরের জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৯:৫০ | আপডেট: ১৫ মে ২০২৫ ২২:২০

সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।

ঢাকা: সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা ৮ দশমিক ৬০ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার, নিকট আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন সাবেক ডিবি প্রধান হারুন। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্ত চলছে। তবে তার ঘনিষ্ঠদের অন্যতম হলো শ্বশুর মো. সোলায়মান। তিনি হারুনের সহযোগী হিসেবে কাজ করেছেন। ফলে নামে-বেনামে, দেশে বিদেশে অনেক সম্পদ গড়ে তোলেন। যা হারুনের বেনামি সম্পদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোলায়মানের নামে রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় ৮ দশমিক ৬০ কাঠা জমিতে ইমারত রয়েছে। এছাড়া তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবে রয়েছে ৫৯ লাখ ৬২ হাজার ৯০৩ টাকা। তার নামীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করলে মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিলসহ বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণে সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই এসব সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এনজে

ডিবি হারুন শ্বশুরের জমি জব্দ