ঢাকা: বিজিএমইএ’র ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে। নির্বাচনকে সামনে রেখে বিজিএমইএ নির্বাচনী বোর্ড বৃহস্পতিবার (১৫ মে) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে নির্বাচনী আচরণ বিধি নিয়ে এক সভার আয়োজন করা হয়। নির্বাচন বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এতে সভাপতিত্ব করেন। সভায় বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন, নির্বাচন বোর্ডের সদস্যবৃন্দ এবং নির্বাচনে প্রতিদ্বন্ধিকারী প্যানেলগুলোর প্রধান নির্বাচন সমন্বয়কারীসহ অধিকাংশ প্রার্থীই উপস্থিত ছিলেন।
সভায় প্রার্থী ও তাদের সমর্থকদের জন্য নির্বাচনী আচরণ বিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান সভায় উপস্থিত প্রার্থীদের ধন্যবাদ জানান ও আসন্ন নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত প্রার্থীরা স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ, গ্রহনযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বিজিএমইএ নির্বাচন বোর্ডকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন বলে নিশ্চয়তা প্রদান করেন।
প্রসঙ্গত, বিজিএমইএতে নির্বাচন কেন্দ্রিক দুটি প্যানেল- ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’। এই দুই প্যানেল থেকেই নেতৃত্ব নির্বাচিত হয়ে থাকে। এবারের নির্বাচনে ফোরামের দলনেতা রাইজিং ফ্যাশনস’র ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। এর আগে তিনি বিজিএমইএ’র সহ-সভাপতি ও পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিটিএমএ ও বিকেএমইএ’র। আর সম্মিলিত পরিষদে এবার নেতৃত্ব দিচ্ছেন চৈতি গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। তিনি ২০১২-১৩ সালে বিজিএমইএর পরিচালক ছিলেন। তাছাড়া, বাংলাদেশ বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ’র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আবুল কালাম বর্তমানে সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদকও। আর আসন্ন নির্বাচনে ভোটার ১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকার ভোটার ১ হাজার ৫৬১ এবং চট্টগ্রামের ভোটার ৩০৩ জন।