ঢাকা: টিকিট সিন্ডিকেটদের চিরতরে ট্রেড থেকে বিতারিত করার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। এয়ার টিকিটের অস্বাভাবিক উচ্চমূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম আসন সংকট দূরীকরণসহ এয়ার টিকিট সিন্ডিকেট ভেঙে সকল ট্রাভেল এজেন্সিদের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের সহযোগিতাও প্রত্যাশা করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, বুধবার (১৪ মে) রাতে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আটাবের বিরুদ্ধে চক্রান্ত ও এয়ার টিকিট সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ’ বিষয়ে মতবিনিময় সভা আয়োজন করে আটাব। সভায় সভাপতিত্ব করেন আটাব সভাপতি আবদুস সালাম আরেফ ও সঞ্চালনা করেন আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ। সভায় আটাবের বিরুদ্ধে চক্রান্ত ও এয়ার টিকিট সিন্ডিকেটকারীদের ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগগুলো তুলে ধরে সিন্ডিকেটচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘টিকিট সিন্ডিকেট কালোবাজারি ও মজুতদারির নেপথ্যের কুচক্রীদের তদন্তের আওতায় এনে লাইসেন্স বাতিল করাসহ সকল প্রকার আইনানুগ ব্যবস্থা করা খুবই জরুরি। তা না হলে প্রবাসী এবং বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের পকেট কাটতে থাকবে অসাধু সিন্ডিকেটটি।’
তারা বলেন, ‘টিকিট সিন্ডিকেটদের চিরতরে ট্রেড থেকে বিতারিত করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
বক্তারা বলেন, ‘এয়ার টিকিট সিন্ডিকেটকারী দুষ্কৃতি মহল সরকারি পরিপত্র জারির পর সিন্ডিকেশন করার সুযোগ পাচ্ছে না। ব্যবসায় একচ্ছত্র নিয়ন্ত্রণ হারিয়ে টিকিট মূল্যবৃদ্ধি করে অধিক মুনাফা অর্জন করতে পারছেন না। ফলে সিন্ডিকেট চক্র মার্কেটে পুনরায় সক্রিয় হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অসাধু সিন্ডিকেটটি আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করছে। প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে নানাভাবে হুমকি দিচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, হোয়াটসঅ্যাপ এমনকি পত্র গণমাধ্যমেও আটাবের সভাপতি, মহাসচিব ও কমিটির নামে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে।’

অনলাইন প্লাটফর্মে আটাবের মতবিনিময় সভা
বক্তারা আরও বলেন, ‘বর্তমান আটাব কার্যনির্বাহী কমিটি বাতিলের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে মিথ্যা অভিযোগ দায়ের করাসহ বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে যাচ্ছে এমনকি এই চক্র আটাব কার্যালয়েও হামলা করার হুমকি দিচ্ছে।’
সভায় আটাব সদস্যরা আটাবের বিরুদ্ধে চলমান গভীর ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এই ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য সম্মিলিতভাবে মতামত দিয়েছেন। সভায় গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন আটাবেরসহ সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান, আটাবের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান সম্মানিত ইসি সদস্য আলহাজ্ব এইচ.এম. মুজিবুল হক সাকুর, আটাবের সাবেক মহাসচিব ও বর্তমান সম্মানিত সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, আটাব উপ-সচিব রুশো চৌধুরী, আটাব উপ-সচিব তোয়াহা চৌধুরীসহ অন্যান্য সদস্যরা সভায় গুরুত্বপূর্ণ মতামত দেন।
আটাবের কমিটি সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে আটাবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে এবং আটাব ও ট্রাভেল ট্রেড এর ক্ষতি সাধন করা সিন্ডিকেট চক্রের ব্যাপারে সঠিক সত্য জনগণের কাছে তুলে ধরতে অনুরোধ জানাচ্ছে। আটাব তার সদস্যদের স্বার্থ, দেশের ভাবমূর্তি ও বৈধ ট্রাভেল ট্রেডের বিকাশে সচেষ্ট ছিল ও থাকবে।
উল্লেখ্য, আটাব বাংলাদেশ সরকার অনুমোদিত ও বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোর একমাত্র বাণিজ্য সংগঠন। আটাব ১৯৭৬ সাল থেকে সরকার নিবন্ধিত প্রায় ৪ হাজার ট্রাভেল এজেন্ট সদস্যদের সার্বিক কল্যাণে প্রতিনিধিত্ব করছে। এ ছাড়াও আটাব বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের সুষ্ঠু উন্নয়নের লক্ষ্যে সরকারের সঙ্গে অংশীজন হিসেবে সুচারুভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।