Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ২১:৫১ | আপডেট: ১৫ মে ২০২৫ ২১:৫৫

জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ। ছবি: সংগৃহীত

পাবনা: জেলার আটঘড়িয়ার দেবত্তর ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ কমিটির ফর্ম তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, কলেজটির পূর্ণাঙ্গ কমিটি গঠনেরর জন্য সকালে ফর্ম বিতরণ করা হয়। এ সময় জামায়াত ও বিএনপির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপি কর্মীদের অভিযোগ, জামায়াতের নেতাকর্মীরা সেখান থেকে বের হয়ে বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় অন্তত ১০ জনকে মারধরসহ বেশকিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পরবর্তী বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা স্থানীয় জামায়াতের কার্যালয়ে ভাংচুর করে অগ্নিসংযোগ করে। এ সময় জামায়াতের অন্তত পাঁচজন আহত হন।

আটঘড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

জামায়াত পাবনা বিএনপি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর