পটুয়াখালী: জেলার দুমকী, বাউফল, দশমিনা ও গলাচিপা—এই চার উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বগা সেতুর বাস্তবায়ন। সেতুর দাবিতে সোচ্চার এখানকার ২০ লাখ মানুষ। তারা দাবি আদায়ে নেমেছেন রাস্তায়, করেছেন মানববন্ধন। দ্রুত বাস্তাবায়ন না হলে দিয়েছেন গণআন্দোলনের হুঁশিয়ারি।
বৃহস্পতিার (১৫ মে) দুপুরে ‘বগা সেতু বাস্তবায়ন পরিষদ’ পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। এতে কয়েকশ মানুষ অংশ নেন। তাদের দাবি বগা সেতু চাই-ই চাই।
এসময় বক্তারা বলেন, ‘লোহালিয়া নদীর ওপর এই সেতু নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে এবং দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে গতি সঞ্চার হবে।’
বক্তারা জানান, ২০১৬ সালে চীনা প্রতিনিধি দলের সামনে বগা সেতুর গুরুত্ব তুলে ধরা হয় এবং ২০১৭ সালে বেকুটিয়ার সঙ্গে বগা সেতুরও চুক্তি সই হয়। কিন্তু পরিতাপের বিষয়, বেকুটিয়া সেতুর কাজ ২০১৮ সালেই শুরু হলেও বগা সেতুর ডিপিপি এখনো সম্পন্ন হয়নি।
অবিলম্বে ডিপিপির কাজ সম্পন্ন করে প্রধান প্রকৌশলীর দফতরে পাঠানোর দাবি জানান তারা, অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন— কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ রুম্মান, মোহাম্মদ সাইদুর রহমান খান, অ্যাডভোকেট রুহুল আমিন, শাহাবুদ্দিন সাবু, সবুজ তালুকদার ও মঞ্জুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।