Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএসপিএবি নির্বাচন
‘আইএসপি ইউনাইটেড’কে জয়ী করতে চান সাবেক সভাপতিরাও

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ২৩:২০ | আপডেট: ১৬ মে ২০২৫ ০০:০৮

‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’র নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেলের পক্ষে একাট্টা হয়েছেন সংগঠনের বেশিরভাগ সদস্যরা। এমনকি তিন সাবেক সভাপতিও এই প্যানেলের সঙ্গেই রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে রাজধানীর একটি হোটেলে আইএসপিএবি’র নির্বাচনে অংশ নেওয়া প্যানেল ‘আইএসপি ইউনাইটেড’ আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের একাধিক সদস্য ও সাবেক সভাপতিদের বক্তব্যে এই প্রত্যয়ের কথা উঠে আসে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আইএসপিএবি এর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। আর ‘আইএসপি ইউনাইটেড’ সাধারণ সদস্য ক্যাটাগরি প্যানেল। প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাকিম (মোহাম্মদ আমিনুল হাকিম)। সাধারণ সদস্য ক্যাটাগরিতে নির্বাচন করা এই প্যানেলের মধ্যমনি হিসেবে রয়েছেন শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক।

আইএসপি ইউনাইটেড প্যানেলের পক্ষে রয়েছেন জানিয়েছেন আইসপিএবি’র সভাপতি ইমদাদুল হক বলেন, ‘আমরা এখানে চার জন প্রেসিডেন্ট একসঙ্গে থাকা মানে আমরা আমাদের সংগঠনে প্রশাসক চাই না। প্রশাসক চাই না বলেই নির্বাচন ১০ মাস এগিয়ে নিয়ে এসেছি।’

আইএসপিএবির প্রতিষ্ঠাতা সভাপতি এসএম ইকবাল। ছবি: সারাবাংলা

আইএসপিএবির প্রতিষ্ঠাতা সভাপতি এসএম ইকবাল। ছবি: সারাবাংলা

তিনি বলেন, ‘এখন চার বছর পর পলিসি চেঞ্জ হচ্ছে, সরকার পরিবর্তন হলে আবার কি পলিসি চেঞ্জ হবে? চার/পাঁচ বছর পলিসি চেঞ্জ হলে আমাদের বিনিয়োগের কি হবে? আমাদের দেশীয় এই বিনিয়োগকে সুরক্ষিত রাখতে হবে। দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ রক্ষার দায়িত্ব বিটিআরসির। এই দায়িত্ব তাদেরকেই নিতে হবে।’

বিজ্ঞাপন

সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সালাম সদস্যদের উদ্দেশে বলেন, ‘এই প্যানেলকে জয়জুক্ত করুন। আমরা এই প্যানেলের পক্ষে।’ তিনি বলেন, ‘এখন আমাদের ব্যবসা বিপদজনক অবস্থায় আছে। নতুন পলিসি হয়েছে। সেখানে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়া হয়নি। অনেকগুলো লাইসেন্স তারা বিলুপ্ত করে দিয়েছে। থানা পর্যায়ের লাইসেন্সগুলোর কী হবে, তার নিশ্চয়তা নেই। এই মুহূর্তে নির্বাচন করে একটা বোর্ড নিয়ে আসা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তাহলে এই শিল্পও ক্ষতিগ্রস্ত হবে।’

আইএসপিএবির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি এস এম ইকবাল বলেন, ‘আমি বিশ্বাস করি আইএসপি ইউনাইটেড বিজয়ী হবে। আমরা তাদের সঙ্গেই আছি।’

আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিকসহ অন্যান্যরা।  ছবি: সারাবাংলা

আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিকসহ অন্যান্যরা। ছবি: সারাবাংলা

আইএসপি ইউনাইটেড প্যানেলের প্যানেল লিডার আমিনুল হাকিম বলেন, ‘আমরা সামনে এগিয়ে যেতে চাই। আগামী দুই বছরে এই শিল্পকে সামনে এগিয়ে নিতে পারব বলে বিশ্বাস করি।’ তিনি বলেন, ‘এখন ৫০০ টাকায় ১০ এমবি। আমরা যদি প্রতিশ্রুতি দিতাম গ্রাহককেই ভ্যাট দিতে হবে তাহলে দিতো। কেউ ভ্যাট ছাড়া প্যাকেজ করছে, কেউ ভ্যাটসহ। ফলে গ্রাহকও অপারেটদের চাপ দেয়। সবাই যদি সিদ্ধান্ত নিতে পারি সকলে একই ধরনের প্যাকেজ করবে, তাহলে বিটিআরসি হয়তো তা মেনে নেবে।’ তিনি আরও বলেন, ‘পূর্বের যে ভুলগুলো হয়ে গেছে আশা করি তা ভুলে আগামী দুই বছর ভালো কিছু করতে পারব।’

আমিনুল হাকিম আরও বলেন, ‘এমএনওরা কীভাবে আমাদের ওপর চড়াও হচ্ছে তা আপনারা জানেন। আমাদের শিল্প কীভাবে ভুগছে তাও আপনারা তুলে ধরবেন।’

সংগঠনের এক সদস্য বলেন, ‘আমরা কোনো ধরনের প্রশাসক চাই না। এখানে যারা আছেন তারা কোনো প্রশাসক চায় না। এখানে ২০০ সদস্য রয়েছেন, অথচ ভোটার ২৬৩। নির্বাচন এলেই একটি গোষ্ঠী অপপ্রচার শুরু করে।’ আরেক সদস্য বলেন, ‘আমরা এনটিটিএন’র কাছে জিম্মি। এনটিটিএন’র মনোপলি ভাঙতে আপনারা কী পদক্ষেপ নেবেন তা স্পষ্ট করতে হবে।’

অনুষ্ঠানে সংগঠনটির সদস্য ও প্যানেলের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল।

এদিকে, দেশের সব আইএসপির ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করতে চায় এবারের আইএসপিএবি’র নির্বাচনে অংশ নেওয়া প্যানেল ‘আইএসপি ইউনাইটেড’। নির্বাচনের মাঠের লড়াইয়েও প্যানেলটি এগিয়ে রয়েছে। বিভাগ ও জেলা সাব কমিটি গঠন, আন্তর্জাতিক মানের প্রদর্শনীর আয়োজন ও বিশেষ সার্ভিস ডেস্ক চালুসহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের মাঠে লড়ছে প্যানেলটির নেতারা।

‘আইএসপি ইউনাইটেড’ আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিরা। ছবি: সারাবাংলা

‘আইএসপি ইউনাইটেড’ আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিরা। ছবি: সারাবাংলা

প্যানেলটির নেতৃত্ব দিচ্ছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাকিম (মোহাম্মদ আমিনুল হাকিম)। সাধারণ সদস্য ক্যাটাগরিতে নির্বাচন করা এই প্যানেলের মধ্যমনি হিসেবে রয়েছেন শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক। তিনি আইএসপিএবির সাবেক সিনিয়র সহ-সভাপতিও। এছড়া ইউনাইটেড আইএসপি প্যানেলে রয়েছেন- বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা।

একইভাবে একসময়ে একাধিকবার আইসপিএবি’র কার্যনির্বাহী কমিটিতে ছিলেন অপর প্রার্থী রেড ডাটা (প্রা.) লিমিটেডের সিইও মঈন উদ্দিন আহমেদ। পাশাপাশি বর্তমান ইসি থেকে এই প্যানেলের প্রার্থী হয়েছেন অন্তরঙ্গ ডট কম লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান সুজন এবং সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম রাজু। টিম আইএসপি উইনাটেডের হয়ে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান, ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো. মিঠু হাওলাদার এবং ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আইএসপিএবির নির্বাচনে এবার ১৩টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ২৪ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে নয় পদের বিপরীতে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সহযোগী সদস্যদের মধ্যে চার পদের বিপরীতে লড়বেন ১০ জন। সাধারণ সদস্য ক্যাটাগরিতে পূর্ণাঙ্গ নয় সদস্য নিয়ে ‘আইএসপি ইউনাইটেড’ নামের প্যানেল গঠিত হলেও বাকি পাঁচ জন নিয়ে অপর কোনো প্যানেল গঠিত হওয়ার তথ্য সেভাবে পাওয়া যায়নি। ফলে নির্বাচনের মাঠে অনেকটাই এগিয়ে রয়েছে আইএসপি ইউনাইটেড নামের এই প্যানেলের সব প্রার্থী।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

আইএসপি ইউনাইটেড আইএসপিএবি নির্বাচন জয়ী টপ নিউজ সাবেক সভাপতিরা