খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরিফ মোহাম্মদ জাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে সোহেল দেওয়ানকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সই করা এক পত্রের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আনিসুল আলম এবং সহ-সভাপতি হিসেবে মেহেদী হাসান মনোনীত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মমিনুল ইসলাম, শাহিন আলম, সাইফুল ইসলাম, সুইচিং হলা প্রু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিসেবে বাপ্পি দাস, সহ-সংগঠনিক সম্পাদক হিসেবে উক্যচিং মারমা ও মোহাম্মদ রনি, প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রুইম্রাসাই মারমা, উপজাতিবিষয়ক সম্পাদক উক্যনু মনোনীত হয়েছেন। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
এদিকে ১৫ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, ‘ছাত্রদল বিএনপির প্রাণশক্তি। নব প্রজন্মকে বিএনপির আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করাতে হবে এবং জনগণকে রাস্তা দেখাতে হবে।’ ছাত্রদলের নেতাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।