গাজা উপত্যকায় ইসরায়েলের একাধিক হামলায় এক দিনে অন্তত ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে মেডিকেল সূত্র। বৃহস্পতিবার (১৫ মে) ভোর থেকে শুরু হওয়া এই হামলায় গাজার বিভিন্ন স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়।
জাবালিয়া শরণার্থী শিবিরের আল-তাওবাহ মেডিকেল ক্লিনিকে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।
এই হামলা এমন এক সময়ে চালানো হয়, যখন ফিলিস্তিনিরা নাকবা দিবসের ৭৭তম বার্ষিকী পালন করছিলেন। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের স্মরণে দিনটি পালিত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫৩ হাজার ১০ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৯ হাজার ৯১৯ জন আহত হয়েছেন। সরকারি গণমাধ্যমের তথ্যানুযায়ী, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের মৃত হিসেবে গণ্য করা হচ্ছে। ফলে প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।