এস্পানিওলের মাঠে জিতলেই শিরোপা তাদের; এমন সমীকরণ সামনে রেখেই গত রাতে মাঠে নেমেছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থাকা বার্সা এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে পয়েন্টের ব্যবধান নিয়ে গেছে ৭ এ। আর এতেই ২ ম্যাচ বাকি থাকতেই লা লিগা শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা। ইয়ামাল-লোপেজের গোলে নিজেদের ইতিহাসের ২৮তম লা লিগা শিরোপা জিতল বার্সা।
আরও পড়ুন- ইয়ামাল জাদুতে লা লিগা শিরোপা বার্সেলোনার
এবারের মৌসুমের শুরু থেকেই লা লিগায় অবিশ্বাস্য ফর্মে আছে বার্সা। প্রথম ১০ ম্যাচে টানা জয়ে বার্সা ছিল অপ্রতিরোধ্য। তবে মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলেন তারা। পরবর্তীতে অবশ্য দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে রিয়ালকে টপকে শীর্ষস্থান দৃঢ় করেছে ফ্লিকের দল।
শেষ পর্যন্ত ২ ম্যাচ হাতে রেখেই এক মৌসুম পর আবারও লা লিগা শিরোপা জিতল বার্সেলোনা। এই জয়ে নিজেদের ইতিহাসে ২৮তম লা লিগা জয়ের স্বাদ পেল কাতালানরা। লা লিগার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দল বার্সা। ১৯২৯ সালে লা লিগার গোড়াপত্তনের মৌসুমে শিরোপা জিতেছিলেন তারা।
লা লিগার ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী দল রিয়াল মাদ্রিদ। তারা ট্রফি জিতেছে রেকর্ড ৩৬ বার। তৃতীয় সর্বোচ্চ ১১ শিরোপা আছে অ্যাটলেটিকো মাদ্রিদের। অ্যাথলেটিক বিলবাও লা লিগা জিতেছে ৮ বার।
ভ্যালেন্সিয়া লা লিগার শিরোপা জিতেছে ৬ বার। রিয়াল সোসিয়েদাদ শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ২ বার। সেভিয়া, দেপোর্তিভো লা করুনিয়া ও রিয়াল বেটিস একবার করে লা লিগা জিতেছে।