Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতের আঞ্চলিক পরাশক্তি হওয়ার অহংকার ভেঙে দিয়েছে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৫ ১১:৫১ | আপডেট: ১৬ মে ২০২৫ ১৪:৫৭

পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) কামরা ঘাঁটি পরিদর্শনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

ভারতের আঞ্চলিক পরাশক্তি হয়ে ওঠার অহংকার চূর্ণ করে দিয়েছে পাকিস্তান এবং এই অঞ্চলে শক্তির ভারসাম্য পরিবর্তনের মাধ্যমে ভারতের অহংকার ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (১৫ মে) পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) কামরা ঘাঁটিতে এক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সফরকালে প্রধানমন্ত্রীকে বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা ও প্রস্তুতি বিষয়ে একটি বিস্তৃত ব্রিফিং দেওয়া হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞাপন

তিনি পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদসহ ফ্রন্টলাইন কর্মীদের সঙ্গে কথা বলেন এবং জাতীয় প্রতিরক্ষায় তাদের পেশাদারিত্ব, নির্ভুলতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে তিনি বলেন, ‘নির্বিচার আগ্রাসনের জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে সংযম, কৌশলগত দূরদর্শিতা ও সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখিয়েছে, তা প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী শুধু হুমকি প্রতিহত করেনি, বরং শত্রুপক্ষের সামরিক স্থাপনাগুলোতে কার্যকরভাবে আঘাত হানার মাধ্যমে প্রমাণ করেছে, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় তারা আপসহীন।’

শাহবাজ বলেন, ‘আমাদের বাহিনীর সাহস ও সতর্কতায় গোটা জাতি গর্বিত। সেনাপ্রধানের নেতৃত্বে আবারও প্রমাণ হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা অটুট এবং যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে শক্ত হাতে।’

তিনি দৃঢ়ভাবে বলেন, ‘পাকিস্তানের প্রতিটি ইঞ্চি রক্ষা করতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে সময়োপযোগী, যথাযথ ও কঠিনভাবে।’

উল্লেখ্য, ৭ মে ভারত পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায়, যাতে অন্তত ৩১ জন বেসামরিক ব্যক্তি শহীদ হন। পালটা জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান মারসুস পরিচালনা করে, যাতে ভারতের ছয়টি যুদ্ধবিমান (তিনটি রাফালে সহ) এবং বহু ড্রোন ধ্বংস করা হয়। এতে চার দিনের সংঘর্ষে অন্তত ১১ সৈন্য ও ৪০ জন বেসামরিক নাগরিক মারা যান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

পাকিস্তান প্রধানমন্ত্রী ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর