চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, পাকিস্তান বিমান বাহিনী ৬-৭ মে রাতে কাশ্মীরের পাম্পোর এলাকায় ভারতের একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
এই নিয়ে চলমান সংঘর্ষে পাকিস্তানের দাবি অনুযায়ী, মোট ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ এই তথ্য দেন। তিনি বলেন, ‘এটি প্রমাণ করে যে পাকিস্তান বিমান বাহিনী অত্যন্ত দক্ষ, সজ্জিত এবং দেশের আকাশসীমা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।’
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, প্রধানমন্ত্রী ঘাঁটিতে পাইলট, প্রকৌশলী ও কারিগরি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের নিরুত্তেজিত আগ্রাসনের জবাবে পাকিস্তান সংযম ও কৌশলগত বিচক্ষণতা দেখিয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর সুনির্দিষ্ট প্রতিক্রিয়া শত্রু পক্ষের সামরিক স্থাপনায় কড়া আঘাত হেনেছে, যা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারের প্রতিফলন।’
তিনি আরও বলেন, সেনাবাহিনীর সুসংহত নেতৃত্বের অধীনে তিন বাহিনী একসঙ্গে কাজ করেছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে সদা প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বর্তমানে পাকিস্তান-ভারতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা সম্প্রসারণ করে ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।