ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, মানবিক করিডর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া।
শুক্রবার (১৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সাম্য হত্যার ঘটনা তদন্ত করে লাভ নাই বলে মন্তব্য করেছেন বিএনপি। তদন্ত করে আবদুল হামিদকে আনতে পারবেন? সাম্যকে আনতে পারবেন? পারবেন না। তার আগেই আপনাদের প্রস্তুতি নেয়ার প্রয়োজন।
অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার এখন উচিত নির্বাচনের পর এমন একজন প্রতিনিধি বেছে নেয়া, যারা হাসিনার বিরুদ্ধে ১৬ বছর লড়াই করেছে। তাদের হাতে ক্ষমতা দেয়া একটি নির্বাচনের মাধ্যমে।
ফারুক বলেন, ‘সরকারের গুরু দায়িত্ব এদেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে।’
তিনি আরও বলেন, ‘আবদুল হামিদের দেশত্যাগ এবং সাম্য হত্যার ঘটনা তদন্ত করে লাভ নেই। কাউকেই আর ফেরানো যাবে না। দেশে শান্তিশৃঙ্খলা ফেরাতে নির্বাচন প্রয়োজন।’