Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭১ যাত্রী নিয়ে আকাশে উঠেই খুলে গেল বিমানের চাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৪:৫৬ | আপডেট: ১৬ মে ২০২৫ ১৫:১৮

ঢাকা: আকাশে ওড়ার পর পরই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ওই ফ্লাইটে ৭১ জন যাত্রী রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টার পর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।

খুলে পড়া বিমানের চাকা

তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পর পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়।  ফ্লাইটটি  ইমারজেন্সি ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি।

জানা গেছে, বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে, ২০২৩ সালের ৬ মার্চ কলকাতা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিজি-৩৯২ ফ্লাইট উড্ডয়নের কিছু সময় পর মাঝ আকাশে বিমানটির চাকা ফেটে যায়। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেসময় ৭২ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে বিমানটি।

সারাবাংলা/এম এইচ/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর