Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে খেলার অনুমতি পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৫ ১৬:২৫ | আপডেট: ১৬ মে ২০২৫ ১৯:৩১

আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

হঠাৎ করেই আইপিএলে ডাক পেয়েছিলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেলেও মোস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা নিয়ে কিছুটা শঙ্কা থেকেই গিয়েছিল। অবশেষে বিসিবি থেকে ছাড়পত্র পেলেন মোস্তাফিজ। এক সপ্তাহের জন্য আইপিএল খেলতে আরব আমিরাত থেকে উড়াল দেবেন তিনি।

এবারের আইপিএলের শেষভাগের জন্য ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল দিল্লি। তবে দল পেলেও আইপিএলে খেলা অনিশ্চিত ছিল মোস্তাফিজের। তিনি এখন বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাতে অবস্থান করছেন। আগামীকাল থেকে সেখানে শুরু হবে টি-২০ সিরিজ। মোস্তাফিজকে তাই ছাড়পত্র দেবে কিনা বিসিবি, সে নিয়েই উঠেছিল গুঞ্জন।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মোস্তাফিজকে আইপিএল খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী ১৮ থেকে ২৪ মে পর্যন্ত এই ছাড়পত্রের মেয়াদ থাকবে।

আইপিএলে খেলতে যাওয়ার আগে ১৭ মে বাংলাদেশ-আরব আমিরাত প্রথম টি-২০তে মাঠে নামবেন মোস্তাফিজ। আগামী ১৮ মে গুজরাটের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের আসরে প্রথমবারের মতো খেলার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর