সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রথমবারের মতো উপকূলীয় জনপদে সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমধর্মী এক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে শ্যামনগরের শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় ‘রান ফর ওয়াটার’ শীর্ষক এই ম্যারাথনটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, ম্যারাথনে অংশ নিতে ২৭৭ জন অনলাইন নিবন্ধন করেছিল। তবে দৌড়ে অংশ নেন প্রায় শতাধিক সচেতন নাগরিক, তরুণ-তরুণী ও পরিবেশকর্মী।
ম্যারাথনটি সকাল ৬টায় শ্যামনগরের গ্যারেজ বাজার থেকে শুরু হয়ে বুড়িগোয়ালিনীর আকাশনীলা ইকো ট্যুরিজম চত্বরে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা ‘সরকারি সেবার আওতায় সুপেয় পানি চাই’ শীর্ষক দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ম্যারাথনে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন মো. আতিক হাসান, কিংকর মণ্ডল ও মো. ইব্রাহিম খলিল।
শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা এস এম জান্নাতুল নাঈম জানান, উপকূলীয় এই অঞ্চলে খাওয়ার পানির তীব্র সংকট দীর্ঘদিনের। লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনের কারণে নিরাপদ পানি পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এই সংকট তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন।
প্রোগ্রাম লিড আবিদ হোসেন আপন বলেন, ‘আমাদের এই ম্যারাথন উপকূল মানুষের সুপেয় পানি অধিকার নিয়ে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করবে।’
অনুষ্ঠান শেষে আকাশনীলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে বক্তারা নিরাপদ পানির দাবিকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে তুলে ধরেন এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।