তপ্ত রোদ আর দখিনা হাওয়া নিয়ে চলছে গ্রীষ্মকাল। যদিও বৈশাখ শেষে এখন জ্যৈষ্ঠের খরতাপ, সঙ্গে আছে হঠাৎ বৃষ্টি। এ সময়ে প্রকৃতিতে অনেক পরিবর্তন দেখা যায়, বিশেষ করে গাছের ফুলে ও ফলে। প্রখর রোদে গাছে গাছে ফল পাকতে শুরু করে এই জ্যৈষ্ঠে। তাই জ্যৈষ্ঠকে বলা হয় মধুমাস। এই মধুমাসের ফল লিচুতে পাক ধরেছে। তাই চাষিরাও গাছ থেকে লিচু সংগ্রহে ব্যস্ত। সম্প্রতি রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের এক বাগান থেকে লিচু সংগ্রহের ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প
মধুমাসে লিচুর রাজ্যে
সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৬:৫৪ | আপডেট: ১৬ মে ২০২৫ ২১:১৮
১৬ মে ২০২৫ ১৬:৫৪ | আপডেট: ১৬ মে ২০২৫ ২১:১৮
সারাবাংলা/পিটিএম