জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের চার দাবিতে গণ-অনশন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনস্থল কাকরাইল মোড়েই তারা এ কর্মসূচি শুরু করেন।
শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় শিক্ষক সমিতির পক্ষ থেকে গণ-অনশন শুরুর ঘোষণা দেন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভুঁইয়া।
তিনি বলেন, ‘আজ থেকে আমাদের এই গণ-অনশন কর্মসূচি শুরু হলো। যতক্ষণ আমাদের দাবি পূর্ণাঙ্গভাবে পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতে থাকবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেউ যেন পুলিশের ব্যারিকেড পার না হয়ে যায়। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি পালন করতে হবে। যাতে কেউ এটা কোনোভাবে ভিন্নদিকে প্রভাবিত না করতে পারে।’
এর আগে, বুধবার (১৪ মে) থেকে কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা সমাবেশ করছেন। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০টি বাস চক্রাকারে শিক্ষার্থীদের আন্দোলনস্থলে নিয়ে এসেছেন। শিক্ষার্থীদের আসা চলমান রয়েছে।
চলমান আন্দোলনের চার দফা দাবি—
বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা; জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া; দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও দ্রুত বাস্তবায়ন; ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।