ঢাকা: রাজধানীর খিলক্ষেত থেকে ১০২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।
শুক্রবার (১৬ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মোছা. আছমা (৩৫) ও মো. করিম মিয়া (৬০)। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে খিলক্ষেত কাঁচাবাজার এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিসি তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীতে মাদক উদ্ধারের বিশেষ অভিযান চালায় ডিবি-গুলশান বিভাগের একটি দল। গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী খিলক্ষেত থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট গাঁজা বিক্রয়ের উদ্দেশে ময়মনসিংহের ভালুকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এসেছে এবং তারা গাঁজাসহ খিলক্ষেত থানাধীন রেলগেইট কাঁচা বাজারস্থ ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পার্শ্বে যাত্রী ছাউনিতে অবস্থান করছে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি আসমা ও করিমকে ১০২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।
তিনি জানান, গ্রেফতাররা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী জেলা জামালপুর ও ময়মনসিংহ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে এনে পলাতক অপর আসামি মো. ফারুকসহ খিলক্ষেত ও আশেপাশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসমার বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং পলাতক অপর আসামি মো. ফারুকের বিরুদ্ধে ডিএমপি, ময়মনসিংহ, গাজীপুর, জিএমপি ও টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।