Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে কারখানায় নকল শিশুখাদ্য, মালিককে দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ১৬ মে ২০২৫ ১৮:০২

নকল শিশুখাদ্য

ফরিদপুর: জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার সংলগ্ন শেলাহাটি গ্রামে নকল শিশুখাদ্য কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় কারখানার মালিক আশরাফ মল্লিককে (২৭) ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

শুক্রবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। এর আগে, বৃহস্পতিবার (১৫ মে) রাতে স্থানীয় সেনা ক্যাম্প ও থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার সংলগ্ন শেলাহাটি গ্রামে রিজিয়া আইসক্রিম ফ্যাক্টরির পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশুখাদ্য তৈরির কারখানা চালাছিলেন মো. আশরাফ মল্লিক নামে এক ব্যক্তি। তিনি ওই কারখানায় নকল শিশুখাদ্য উৎপাদন করে বিভিন্ন বাজারে পাইকারি দরে দীর্ঘদিন বিক্রি করছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, ‘আশরাফ মল্লিক নকল শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশুখাদ্য উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ১৩ ধারাই ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এইচআই

জরিমানা নকল শিশুখাদ্য ভ্রাম্যমাণ আদালত শিশুখাদ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর