Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৮:০৯

প্যারিস রোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন

রাবি: আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চারটি দাবির সঙ্গে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘রাবি হতে জবির প্রতি পূর্ণ সংহতি জানাই’, ‘রাবি ও জবির আবাসিক সমস্যার সমাধান চাই’, ‘স্ট্যান্ড উইথ জবি’, ‘আওয়ামী কায়দায় পুলিশি হামলা বন্ধ কর’, ‘শতভাগ আবাসিক রাবি চাই’, ‘রাবিতে শতভাগ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন করতে হবে’, ‘৭৫৩ একরে ৩৭% আবাসিকতা কেন? জবাব চাই’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

বিজ্ঞাপন

এ সময় ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু ছাত্রদের কাঁধে ভর করে ক্ষমতায় গিয়ে মাহফুজ এখন সরকারের গোলামী করছে। তিনি শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েছে, সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলেছে। মাহফুজের এই আচরণে আমরা তীব্র নিন্দা জানাই। তাকে শুধু বোতল ছুঁড়ে মারা নয়, জুতা মরা দরকার ছিল। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি। সেই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন করার দাবি জানাচ্ছি।’

পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু জুহাইম সরকার বলেন, ‘গত কয়েকদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাদের বিদ্যমান সংকট নিরসনে আন্দোলন করে যাচ্ছে। আমরা আমাদের অবস্থান থেকে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। পাশাপাশি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট সেটা নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটে তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের ওপর ১৪ তারিখ পুলিশি হামলার প্রতিবাদে এখন চার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

তাদের চারটি দাবি হলো- ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা; জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট করা অনুমোদন; দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও বাস্তবায়ন করা এবং ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

সারাবাংলা/এইচআই

জবি মানববন্ধন রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর