পটুয়াখালী: পটুয়াখালীর লাউকাঠী নদীতে ডুবে রাহুল সমাদ্দার (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরের লাউকাঠি ইউনিয়নের গোডাউন সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
রাহুল রাংগাবালীর চরকাজল গ্রামের বাসিন্দা। সে লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যানিকেতন হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার সুবাদে সে লাউকাঠির চন্দ্রবাড়িতে পিসি অঞ্জু চন্দ্রের কাছে থাকত।
জানা গেছে, দুপুরের গোসল করতে গিয়ে রাহুল নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের দুই ঘণ্টার চেষ্টায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ডুবুরি টিম লিডার মজিবুর রহমান।
স্থানীয় লাউকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইলিয়াস বাচ্চু বলেন, ‘সাঁতার না জানার কারণে গোসল করার সময় নদীতে ডুবে স্কুলছাত্র রাহুল সমাদ্দারের মৃত্যু হয়েছে।