Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গর্ভের বাচ্চাসহ গরু জবাই, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৮:৩৪

টাঙ্গাইল শহরের বটতলা বাজার

টাঙ্গাইল: টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে শহরের বটতলা বাজারে এই ঘটনা ঘটে। টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, টাঙ্গাইল শহরের বটতলা বাজারে সোহেল মাংসের দোকানে সদর উপজেলার চিলাবাড়ির পাইকপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. সুবেল মিয়া দীর্ঘদিন যাবত বাজারে মাংসের ব্যবসা করে আসছেন। আজ পৌরসভার কসাইখানা পরিদর্শক সিল মারতে গিয়ে গর্ভবতী গরুটি শনাক্ত করেন। এরপর সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদফতরের ভেটেরিনারি ডাক্তারকে খবর দিলে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান গর্ভবতী গরুটি দুই মাসের বাচ্চা গর্ভধারণ ছিল।

টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. শাহিন আলম বলেন, ‘পরীক্ষা করে দেখা যায় গর্ভবতী গরুটির প্রায় দুই মাসের বাচ্চা ছিল।’

উপ-পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘সকালে সংবাদ পেয়ে তাৎক্ষণিক বটতলা বাজারে উপস্থিত হই। সেখানে মাংস ব্যবসায়ী সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অকপটে সব দোষ স্বীকার করেন। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও জব্দকৃত ৭০ কেজি মাংস মাটিতে পুতে রাখা হয়।’

সারাবাংলা/এইচআই

গরু গর্ভের বাচ্চা জবাই জরিমানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর