মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।
শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীনগর সদর বাজার পরির্দশন করেন তিনি।
পরিদর্শনকালে শিল্প উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন শ্রীনগর বাজারের ব্যবসায়ীরা। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। কী কারণে আগুন লেগেছে তা জানা সবচেয়ে জরুরি। আগুন লাগার কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিস প্রতিবেদন দিবে। এরপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনউদ্দিন, শ্রীনগর বিএনপির সাবেক সভাপতি মমিন আলী, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আবুল কালাম কানন প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ২ টার দিকে জেলার শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তৎক্ষণে বাজারের অন্তত ৮০টি দোকান পুড়ে যায়।