Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্য উপদেষ্টার মাথায় বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৫ ১৯:৩০ | আপডেট: ১৬ মে ২০২৫ ২১:১৭

জবি শিক্ষার্থী হোসাইন। ছবি: সংগৃহীত

ঢাকা: তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় জবি শিক্ষার্থী হোসাইনকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৬ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে, হোসাইনকে ডিবি এনে জিজ্ঞাসাবাদের ঘটনায় আজকের মধ্যেই তাকে ছেড়ে না দিলে ডিবি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন। এর পর পরই হোসাইনকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে, আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে।

পানির বোতল নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশ বলেছে, ‘তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। তাকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে।’

এরপর শুক্রবার বিকেলে হোসাইনকে ডিবি অফিসে এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

সারাবাংলা/এমএইচ/এইচআই

জবি ডিবি তথ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর