নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) প্রথম সেমিফাইনালে অরুনাচলের ইউপিয়াতে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুবারা। আগামী ১৮ মে অনুষ্ঠেয় ভারত-মালদ্বীপের দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ।
প্রথমার্ধে দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। তবে বাংলাদেশ ও নেপাল কেউই গোলের দেখা পায়নি। ১৭ মিনিটে বাংলাদেশ কিপার ইসমাইলের দারুণ এক সেভে গোল হজম করেনি বাংলাদেশ। ২২ মিনিটে গোলের সুযোগ নস্ট করেছেন রিফাত কাজি।
৩৩ মিনিটে মোরশেদের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দুই দলই গোল করতে ব্যর্থ হলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। বেশ কয়েকটি সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারছিল না বাংলাদেশ।
অবশেষে ৭৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোল করেন আশিকুর রহমান। ৮১ মিনিটে অধিনায়ক নাজমুলের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
৮৭ মিনিটে সুজনের গোলে ব্যবধান কমায় নেপাল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।